১৭ ঘণ্টা পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে ট্যাংরার আগুন(Fire at Tangra)। কিন্তু কীভাবে ঘটল এই বিধ্বংসী অগ্নিকাণ্ড, তা জানতে হাইপাওয়ার তদন্ত কমিটি(Highpower Investigation Committee) গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, অবিলম্বে তদন্ত শুরু করবে কমিটি।
রবিবার ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। কথা বলেন দমকলকর্মীদের সঙ্গে। সঙ্গে ছিলেন পুলিশ সুপার বিনীত গোয়েলও(Vineet Goyal)। উল্লেখ্য, রবিবার বেলা দেড়টা নাগাদ অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন।
আরও পড়ুন- West Bengal News: বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে খুনের চেষ্টা, প্রকাশ্য দিবালোকে কোপ হোটেল মালিককে
শনিবার সন্ধেবেলা ভয়াবহ আগুন লাগে কলকাতার ট্যাংরার(Fire at Tangra) একটি চামড়ার গুদামে। চামড়া, রেক্সিন, রাসায়নিক পদার্থ – সবই দাহ্য পদার্থ। ফলে ট্যাংরার (Tangra) মেহের আলি লেনের চামড়ার গুদামে লাগা আগুন যতটা ভয়ঙ্কর মনে করা হয়েছিল, তার চেয়েও অনেক বড় আকার ধারণ করে। এরপরেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।