নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার রাজ্যের প্রায় ৬০টি পুরসভার নাম জড়িয়েছে। এই প্রসঙ্গেই মুখ খুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বুধবার তিনি সমস্ত অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেন। ফিরহাদ আরও জানান, আদালত এখনও কোনও নির্দেশ দেয়নি। তবে তাঁরা ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি রুখতে পদক্ষেপ গ্রহণ করেছেন।
উল্লেখ্য, রাজ্যের ৬০টি পুরসভায় হাজার হাজার চাকরি বিক্রির দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধৃত প্রোমোটার অয়ন শীলের অফিস থেকে মজদুর পদে চাকরির জন্য নথি মিলেছে বলেও খবর। তারপরেই সন্দেহ আরও দৃঢ় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।