বিজেপির কি ব্যবসাদার নেই! দুই তৃণমূল নেতা আমিরুদ্দিন ববি ও জাকির হুসেনের বাড়িতে আয়কর দফতরের তল্লাশি (Income Tax Raid)। এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
এদিন ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, "বিজেপির কি আর ব্যবসাদার নেই। কি তাঁদের কি বাড়িতে রেইড হয় না। হয় না। তার কারণ, তাঁরা বিজেপি করেন। একই জায়গায় বিরোধী দলনেতা আর আমি একসঙ্গে কেস খেয়েছি। সুব্রত মুখোপাধ্যায়, আমি আর বাদবাকি সব। আপনারা পার্থক্যটা তো চোখের সামনে দেখেছেন।"
আরও পড়ুন: ট্রেনে উঠলেও ছেদ পড়বে না বিনোদনে, নয়া ঘোষণা মেট্রোরেলের
ফিরহাদ বিজেপিকে কটাক্ষ করে বলেন, "বিরোধী দলনেতাকে ছোঁয়ার ক্ষমতা নেই। আমাকে ঢুকিয়ে দিল ভিতরে। এটা তো প্রমাণিত হচ্ছে, বিজেপি করলে তার সাত খুন মাফ।"