রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করেছিলেন আইএসএফের ধৃত বিধায়ক নৌশাদ সিদ্দিকি (MLA Nawshad Siddique)। শুক্রবারই তাঁকে নিয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে চক্রান্ত করার অভিযোগ খারিজ করে ফিরহাদ হাকিম পাল্টা বলেন, 'ধর্ম যে অবলম্বন করে রাজনীতি করা ঠিক নয়। যে দল বামেদের সঙ্গে জোট করে একটা মাত্র আসন পেয়েছে। তৃণমূল কংগ্রেস তাকে নিয়ে ভাববে?'
আরও পড়ুন- 'পঞ্চায়েতের আগে হারের ভয়ে আটকে রাখার চেষ্টা চলছে',বারুইপুর আদালতে ঢোকার মুখে বললেন নওশাদ
'পঞ্চায়েত ভোটের আগে হারের ভয়ে আটকে রাখার চেষ্টা চলছে।' শুক্রবার বারুইপুর আদালতে ঢোকার মুখে এভাবেই তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হন ভাঙ্গড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি(MLA Nawshad Siddique)। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট(ISF Leader) নেতার অভিযোগ, ভাঙড়ের বুকে শাসকের ভোট নষ্ট হচ্ছে বলেই তাঁদের আটকে রাখা হচ্ছে।