৫ রাজ্যের বিধানসভা ভোটে ৪ রাজ্যেই বিজেপির (BJP) জয় নিয়ে কটাক্ষ ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। উত্তরপ্রদেশের ভোটের প্রভাব বাংলায় পড়বে কিনা, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দাবি, লোকসভায় তৃণমূল ২৫টির বেশি আসন পাবে না। তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের দাবি, জবরদস্তি করে চার রাজ্যে ক্ষমতা দখল করেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর কটাক্ষ, ২০২৪ সালেও একইভাবে ক্ষমতা দখলের পরিকল্পনা করছে বিজেপি।
২০২৪ সালের লোকসভা ভোটে (2024 Loksabha Election) লোকসভা ভোটে বিজেপির ভাল ফল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন ফিরহাদ। তিনি বলেন, "মানুষকে শোষণ করবেন, শাসনও করবেন। তারই ইঙ্গিত দিয়ে রাখলেন মোদী।" ভোজ্য তেল থেকে, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়েও বিজেপি সরকারকে কটাক্ষ করেন তিনি।
আরও পড়ুন: লোকসভায় বদলাবে ফল, পাঁচ রাজ্যের ফল দেখে দাবি ফিরহাদের
উল্লেখ্য, বৃহস্পতিবার ফলঘোষণার পর বিজেপির সদর দফতরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, ভারত বাইরে থেকে যে কাঁচা তেল, পাম তেল, সানফ্লাওয়ার তেল আমদানি করে। যুদ্ধের কারণে গোটা বিশ্বেই তেলের মূল্যবৃদ্ধি হচ্ছে। উন্নয়নশীল দেশকে বিশেষ করে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে।"