নজরুল মঞ্চের আসনসংখ্যার অনেক বেশি লোক ওখানে ঢুকেছিল। বলিউডের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে-র অকালপ্রয়াণের (Singer KK sudden demise) ২৪ ঘণ্টার মধ্যেই এই কথা কার্যত স্বীকার করে নিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। প্রয়োজনীর অতিরিক্ত ভিড়ের কারণে ওই প্রেক্ষাগৃহে 'পরিস্থিতি বিগড়ে' যাওয়ার ইঙ্গিতও দেন তিনি। ববি হাকিম (Firhad Hakim) বলেন, "কেকে-র জনপ্রিয়তা এমন, যুবসমাজ পুরো ছেঁকে ধরে। কালই আমাকে কেএমডিএ থেকে বলা হচ্ছিল, আর কলেজকে দেবেন না, কারণ, আসনের ওপর নাচানাচি করলে সেগুলো ভেঙে যায়। জনস্রোতকে কাল আটকানো যায়নি।"
আরও পড়ুন: কেকে-র অকালপ্রয়াণে শোকপ্রকাশ করল স্তম্ভিত বলিউড
প্রেক্ষাগৃহে 'এসি'-র সমস্যা নিয়ে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এসি আমাদের নজরুল মঞ্চে (Nazrul Mancha) যথেষ্ট ভাল। কিন্তু, এসি-র তো একটা সীমাবদ্ধতা আছে। ২,৭০০ লোকের ক্যাপাসিটি যেখানে, সেখানে ৭,০০০ লোক ঢুকলে তো আর সম্ভব হয় না। কাল, অনেক বেশি ভিড় হয়েছিল। বাইরেও প্রচুর লোক আর পাঁচিল টপকে-টপকে ছেলেমেয়েরা ঢুকছিল"।
মঙ্গলবার অনুষ্ঠানের পরেই হোটেলে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কেকে (Singer KK died in Kolkata)। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কেকে-র অকালমৃত্যুতে প্রেক্ষাগৃহের বেলাগাম ভিড় বা পরিস্থিতি সামলাতে উদ্যোক্তাদের ব্যর্থতাই দায়ী কি না, প্রশ্ন উঠছে।