কলকাতা পুরসভার (KMC) মেয়র (Mayor) পদে শপথ ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। মেয়রের সঙ্গেই শপথ নেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, চেয়ারপার্সন মালা রায় ও ১৩ জন মেয়র পারিষদ সদস্যরা। মেয়র ফিরহাদকে শপথ বাক্য পাঠ করালেন প্রোটেম চেয়ারম্যান রাম পেয়ারি রাম। এদিন পুরসভার ভিতরের চত্বরে মঞ্চ সাজিয়ে শপথ অনুষ্ঠান হয়।
এদিন প্রথমেই শপথ বাক্য পাঠ করেন মেয়র ফিরহাদ হাকিম। তারপরই চেয়ারপার্সন মালা রায় ও ডেপুটি মেয়র অতীন ঘোষ শপথ গ্রহণ করেন। এরপরই শপথ নেন দেবাশিস কুমার সহ বাকি মেয়র পারিষদরা।
আরও পড়ুন: ‘৬ মাস বাদে রিপোর্ট নেবো’, পৌর প্রতিনিধিদের কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
পুরভোটে এবার নির্বাচনে দাঁড়ান হেভিওয়েট প্রার্থী মালা রায়ও (Mala Roy)। চেয়ারপার্সন হিসেবে এদিন শপথ নেন তিনিও। বিধানসভা নির্বাচনে কলকাতা বন্দর আসন থেকে জয়ী হন ফিরহাদ হাকিম। রাজ্যের পরিবহন মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। কলকাতা পুরভোটে ৮২ নম্বর ওয়ার্ডে তাঁর ওপরেই ভরসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর মেয়রের দায়িত্ব নেন ফিরহাদ হাকিম।