ডেঙ্গি নিয়ন্ত্রণে পথে নামলেন ফিরহাদ হাকিম। বুধবার পোস্টার-ফ্লেক্স নিয়ে রীতিমতো মিছিল করেন পুর আধিকারিকরা। এলাকাবাসীর মধ্যে সচেতনতা বাড়াতে পথে নামলেন কলকাতার মেয়র। চেতলায় ডেঙ্গি অভিযান চলাকালীন হুঁশিয়ারি দিলেন তিনি। এমনকি, কর্পোরেশনের নির্দেশের পরেও বহুতলে জল জমানোর অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতারের নির্দেশ দেন মেয়র।
মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে বুধবার সকালে অভিযান চালান ফিরহাদ। ওয়ার্ডের কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখলেন কলকাতার মেয়র। জমা জল থেকে আগাছা পরিষ্কার, সবটাই ঘুরে ঘুরে দেখেন তিনি। পাশাপাশি, ড্রোন উড়িয়ে ভবানীপুর এলাকার বাড়িগুলি পরীক্ষার ব্যবস্থা হবে বলেও জানান তিনি। বিভিন্ন বাড়িতে ট্যাঙ্কের ঢাকনা না থাকার অভিযোগ পান তিনি। বাড়িগুলি চিহ্নিত করে ট্যাঙ্কে ঢাকনা লাগাবার নির্দেশ দিয়েছে কর্পোরেশন। নির্দেশ না মানলে ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন ফিরহাদ হাকিম।
আরও পড়ুন- Nadia News: ভাড়াটের সঙ্গে পরকীয়া! প্রেমিকের মদতে স্বামীকে খুন, দেহ সেপটিক ট্যাঙ্ক