কলকাতা পুরনিগমে(KMC) কোনও ফাইল আটকে রাখলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার এভাবেই পুরসভার কর্মীদের সতর্ক করে দিলেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)। পাশাপাশি, তাঁর হুঁশিয়ারি, একমাস ফাইল আটকে রাখা হলে, সংশ্লিষ্ট ব্যক্তিকে শোকজ করা হবে। উল্লেখ্য, নাগরিক পরিষেবায় গতি আনতে এবার আরও তৎপর কলকাতা পুরসভা(KMC)। শুক্রবার এই নিয়ে বৈঠকে বসেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম(Firhad Hakim on KMC workers)।
শুক্রবার টক-টু-মেয়র(Talk to Meyor) কর্মসূচির পর সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম(Firhad Hakim) বলেন, “বহু জায়গায় ফাইল দীর্ঘদিন ধরে পড়ে থাকছে। কেউ কিছু বুঝতে না পারলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথাও বলেন ফিরহাদ। এরপরেই তিনি জানান, একমাসের বেশি কোনও ফাইল পড়ে থাকলে, তাকে শোকজ করা হবে। যদি সেই সময় বেড়ে তিন মাসেরও বেশি হয়ে যায়, তবে সেই নির্দিষ্ট অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দেন কলকাতার মহানাগরিক(KMC workers)।
ডেঙ্গি মোকাবিলা বা শহরের জঞ্জাল পরিষ্কার, নানা বিষয়ে একাধিক অভিযগে জর্জরিত কলকাতা পুরসভা(KMC)। অভিযোগ, দীর্ঘদিন ফাইল পড়ে থাকলেও কাজ হয় না। একদিনের কাজ করতে একমাস কেটে যায় বলেই অভিযোগ। শহরবাসীর অভিযোগ পেতেই এবার তৎপর হলেন স্বয়ং মহানাগরিক ফিরহাদ হাকিম(Firhad Hakim)।