কলকাতায় হুক্কাবারের আড়ালে মাদকের ব্যবসা করা হচ্ছে। এই অভিযোগেই গতবছর কলকাতা ও সল্টলেকের প্রতিটি হুক্কাবার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। কলকাতায় পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের অভিযোগের ভিত্তিতেই হুক্কাবার বন্ধ করে দিয়েছিল পুলিশ। কলকাতার পাশাপাশি সল্টলেকেও এই নির্দেশ কার্যকর হয়েছিল। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে কার্যত ধাক্কা খেল কলকাতা পুরসভার এই নির্দেশ। তা খারিজ করে দেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর নির্দেশ, শহরে হুক্কাবার বন্ধ করা যাবে না। কারণ, এই ধরণের কোনও নির্দেশ রাজ্যের আওতাভুক্ত নয়।
কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে কার্যত মাথা পেতে নিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রতিক্রিয়ায় মেয়র জানিয়েছেন, এই শহরের পড়ুয়াদের কথা চিন্তা করেই হুক্কাবার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁর মতে, আদালত যখন এই ব্যাপারে নির্দেশ দিয়েছে, তা-হলে সবদিক খতিয়ে দেখেই নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর আশা, শহরের পড়ুয়াদের কথা চিন্তা করেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন তিনি নিজের তত্ত্বেই অনড় থাকেন। অভিযোগ করেন, একাধিক হুক্কাবারে ব্রাউন সুগারের মতো মাদক বিক্রি করা হয়। কিন্তু যেহেতু এই ব্যাপারে আদালতের নির্দেশ আছে, তাই এই ইস্যুতে আর কোনও মন্তব্য করবেন না। কারণ, আদালত তাঁর মাথার উপরে।