ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ। অসাধু প্রোমোটারদের দৌরাত্ম্য বেড়েছে শহরময়। গার্ডেনরিচের বহুতল ধসে যাওয়ার ঘটনায় বহু মানুষের প্রাণ যাওয়ার পর থেকেই কার্যত নড়ে চড়ে বসেছে প্রশাসন। বুধবার মেয়র ফিরহাদ হাকিম জানান ইদ মিটলেই গার্ডেনরিচের অলিতে গলিতে নিজেই রুটমার্চ করবেন।
বেআইনি নির্মাণ ভেঙে, অসাধু প্রমোটারদের শায়েস্তা করতে নতুন ডেমোলিশন স্কোয়াড গড়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। মেয়র জানিয়েছেন, লালবাজার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি ডেমোলিশন স্কোয়াড তৈরি হবে। কোথাও বেআইনি নির্মাণের অভিযোগ এলেই ওই টিম যাবে এলাকায়।