রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ (Dengue)। পুজোর আগে আচমকাই ডেঙ্গির বাড়বাড়ন্তে উদ্বিগ্ন প্রশাসনও (West Bengal Government)। রক্তে প্লেটলেটের মাত্রা থাকলেও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। ডেঙ্গির চরিত্র বদলানোয় চিকিৎসকদের পাশাপাশি উদ্বিগ্ন কলকাতা পুরসভাও। শুক্রবার তা জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
ফিরহাদ বলেন, "আমরা অনুভব করছি কিছু একটা বদল এসেছে। এর আগে এলাকা পরিষ্কার করতাম, গাপ্পি মাছ ছাড়তাম। কিন্তু এবার কোনও একটা নতুন স্ট্রেন এসেছে। সিঙ্গাপুরেও হয়েছে এমন। আমরা পরীক্ষা করে জেনেছি রিপোর্টে ডেন-৩ রয়েছে। এটা ডেঙ্গির মিউটেট ফর্ম। যে কারণে এমন অনেক উপসর্গ দেখা যাচ্ছে যা আগে ডেঙ্গি হলে কখনও দেখা যায়নি।"
আরও পড়ুন: নিম্নচাপের চোখরাঙানি, বিশ্বকর্মা পুজোতেও ভাসবে বাংলা
ডেঙ্গি নিয়ে উদ্বেগ বাড়ার যথেষ্ট কারণ আছে বলেই মনে করছেন মেয়র ফিরহাদ। তিনি বলেন, "এখন ডেঙ্গি হলে অক্সিজেন কমে যাচ্ছে। আগে ডেঙ্গি হলে প্লেটলেট কমত। একটি বাচ্চার ডেঙ্গি হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার প্লেটলেট এক থাকলেও অক্সিজেন কমে যাচ্ছে।"
মেয়র জানান, "করোনার সঙ্গে বন্ধুত্ব করেছে ডেঙ্গি। যে কারণেই অক্সিজেন কমে যাচ্ছে কি না সেটা বিশেষজ্ঞরা বলতে পারবেন। এছাড়াও তিনি বলেন, ৫০ টি ডেঙ্গির নমুনা নাইসেডে পাঠানো হয়েছে। অদ্ভুত ভাবে যার মধ্যে ৩৫ টি রিপোর্ট এসেছে ডেঙ্গির মিউটেট ফর্ম ডেন-৩-র। যে চিকিৎসা আমাদের কাছে নেই।"