ভরদুপুরে কলকাতায় চলল গুলি(Shootout in Kolkata)। পার্ক সার্কাসে গুলিতে মৃত্যু। দেহ পড়ে রাস্তায়। পাশে বন্দুক। নিহত পুলিশকর্মীর পাশে পড়ে রাইফেল। একটু দূরেই পড়ে আছে এক মহিলার দেহ। জানা গেছে, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের(Bangladesh Deputy High Commission) নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ওই পুলিশকর্মী।
আরও পড়ুন- Renu Khatun Case Update: রেণু খাতুন কাণ্ডে গ্রেফতার আরও এক, ধৃত চাঁদ মহম্মদ শেখ শরিফুলের মাসতুতো ভাই
জানা গিয়েছে, শুক্রবারই ওই নিরাপত্তাকর্মী বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কাজে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশকর্মী মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাথাড়ি গুলি(Shootout in Park Circus) চালাতে শুরু করেন। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান তিনি। তারপর গলার কাছে গুলি করে নিজেকেও শেষ করেন। নিরাপত্তারক্ষীর ছোড়া গুলি গিয়ে লাগে এক মহিলার গায়ে। তাঁরও ঘটনাস্থলেই মৃত্যু হয়।
আরও অনেকেরই গুলি লেগেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। মৃত নিরাপত্তারক্ষীর গলায় ক্ষত রয়েছে। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, গুলি গিয়ে লাগে এক বাইক চালকের(App Cab Driver injured) পিঠে। বাইকের পিছনে থাকা এক ভদ্রমহিলারও গুলি লাগে। তিনি ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় সূত্রে দাবি, ওই মহিলা কোনও অ্যাপের মাধ্যমে বাইকটি বুক করেছিলেন। এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির গায়ে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।
শুক্রবার পার্ক সার্কাসে একটি জমায়েত(Gathering in Park Cirus) উপলক্ষ্যে বহু মানুষের জমায়েত হয়েছিল। তার মধ্যেই পার্ক সার্কাস থেকে ঢিল ছোড়া দূরত্বের বেকবাগানে(Shootout in Beck Bagan) এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।