ফের গোলাগুলি তিলোত্তমায়। শুক্রবার রাতে বন্ডেল গেট এলাকায় দুই দুষ্কৃতীর বচসা এবং সংঘর্ষের ফলে গুলি চলে বলে খবর। এর জেরে মাঝরাতে উত্তপ্ত হয় কলকাতার ওই অঞ্চল, নিমেষে ছড়ায় চাঞ্চল্য৷ এলাকার দখল কার হাতে থাকবে তা নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, কথা-কাটাকাটি শুরু হয়৷
শুক্রবার রাত সাড়ে ১১টার সময় স্থানীয় ১২ নম্বর রাইফেল রেঞ্জ রোডের উপর দুই দুষ্কৃতী চন্দন যাদব এবং সূর্য সাউয়ের মধ্যে অশান্তি চরমে পৌঁছলে এই ঘটনা ঘটে। যদিও পুলিশ গুলি চলার প্রসঙ্গ স্বীকার করেনি, তবে স্থানীয়দের দাবি তারা স্পষ্ট শুনেছেন গুলির আওয়াজ।
এলাকাবাসীদের দাবি এই দুই গোষ্ঠীর মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকত, শুক্রবার অশান্তির পর গুলিও চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ। দুই দুষ্কৃতীকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে।