আরজি করের ঘটনায় প্রতিবাদ মুখর তিলোত্তমা। কর্মবিরিতি প্রত্যাখান অবস্থান চলছে। এর মধ্যেই চিকিৎসা বিজ্ঞানের এক অবিশ্বাস্য বিপ্লব ঘটল SSKM-এ। সম্পূর্ণ নিখরচায় এই প্রথম রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নিল টেস্ট টিউব বেবি।
একেবারে বিনামূল্য সুস্থ টেস্টটিউব বেবি জন্ম জন্ম নিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় কলকাতার এসএসকেএম সুপারস্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা দরিদ্র দম্পতির কোলে তুলে দিলেন সন্তানকে।
সুভাষ মুখোপাধ্যায় টেস্ট টিউব বেবির স্রষ্টা। তাঁরই অন্যতম সহযোগী ডাঃ সুদর্শন ঘোষদস্তিদারকে নিখরচায় টেস্ট টিউব বেবির জন্মদানের দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। নাম মাত্র খরচে সাধারণ পরিবারেও জন্ম নিতে পারবে টেস্ট টিউব বেবি। বহু কোটি টাকা খরচ করে এই বিভাগ গড়ে তোলা হয়েছে SSKM হাসপাতালে।
শুক্রবার রাতে ডাক্তার সুদর্শন ঘোষদস্তিদার জানিয়েছেন, “ভারতে এই প্রথম কোনও সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে টেস্ট টিউব বেবি জন্ম নিল।