যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের তিন তলা থেকে পড়ে এক ছাত্রের মৃত্যু। অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য।
পুলিশ সূত্রে খবর, মেন হস্টেলের ‘এ’ ব্লকের তিন তলার বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডু (১৮)র।
হস্টেলের অন্য পড়ুয়াদের দাবি, বুধবার রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ তাঁরা ভারী কিছু পড়ার শব্দ পান। রক্তাক্ত অবস্থায় স্বপ্নদীপকে উদ্ধার করে নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ মৃত্যু হয় তাঁর। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্বপ্নদীপ র্যাগিং-এর শিকার হয়েছিলেন কিনা, সে নিয়েও প্রশ্ন উঠছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুণাল চট্টোপাধ্যায়ের এক ফেসবুক পোস্টেও র্যাগিং-এর বিষয়টির উল্লেখ রয়েছে।