পেট্রল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির (Petrol Diseal Price Hike) জেরে বাজারে অগ্নিমূল্য মাছ (Fish)। লাগাতার জ্বালানির দামবৃদ্ধিতে মাছভাত প্রিয় বাঙালির হেঁশেলে সরাসরি প্রভাব পড়ছে। হাওড়ার পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীদের দাবি, গত কয়েকদিন ২০-৩০ শতাংশ মাছের দাম বেড়েছে। যার জেরে বাজারের থলি হাতে নিয়ে বেরোলেও মাছ ছাড়াই বাড়ি ফিরতে হচ্ছে মধ্যবিত্তকে।
গত ১৬ দিনে ১৪ বার দাম বেড়েছে পেট্রলের। কলকাতা ও জেলায় (Kolkata and Districts) পেট্রল ও ডিজেল সেঞ্চুরি পার করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে হাওড়া পাইকারি মাছের বাজারে। মাছ ব্যবসায়ীরা জানান, জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও অন্য রাজ্য থেকে মাছের আমদানি কমে গিয়েছে। ওখানকার ব্যবসায়ীরা আগের রেটে মাছ পাঠাতে চাইছেন না। আগে বাজারে গড়ে রোজ ৩০-৩৫টি ট্রাক ভিন রাজ্য থেকে আসত। এখন তা কমে দাঁড়িয়েছে ১৫-২০টি।
আরও পড়ুন: জ্বালানির দামবৃদ্ধিতে কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের, কম দামে ফল ও সবজি দেবে রাজ্য
ভিনরাজ্য থেকে মাছের জোগান কমে যাওয়ায় মাছের দাম পকেটে ছ্যাঁকা দিচ্ছে। এক কেজি সাইজের কাতলা মাছের পাইকারি দর ১৮০-২০০ টাকা ছিল। সেটাই হয়ে দাঁড়িয়েছে ২২০-২৫০ টাকা। রুই মাছে ১৩০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪৫-১৫০ টাকা। পাবদার দাম ৩০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৬০-৩৭০ টাকা। ভেটকির দাম ছিল ৪০০-৪৫০ টাকা। তা একলাফে বেড়ে হয়েছে ৫০০ টাকা প্রতি কেজি। আড়ট্যাংরা মাছের দাম ১৫০ টাকা ছিল। তা বেড়ে হয়েছে ১৮০-২০০ টাকা। ট্যাংরার দাম হয়েছে ৩০০ টাকা প্রতি কেজি। আগের দাম ছিল ২৭০ টাকা প্রতি কেজি। হাওড়া ফিস মার্কেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানান, মাছের দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমে গিয়েছে।