Fish Price Hike: লাগাতার জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রভাব বাঙালির মাছভাতে, পাইকারি বাজারে বাড়ল দাম

Updated : Apr 07, 2022 19:30
|
Editorji News Desk

পেট্রল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির (Petrol Diseal Price Hike) জেরে বাজারে অগ্নিমূল্য মাছ (Fish)। লাগাতার জ্বালানির দামবৃদ্ধিতে মাছভাত প্রিয় বাঙালির হেঁশেলে সরাসরি প্রভাব পড়ছে। হাওড়ার পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীদের দাবি, গত কয়েকদিন ২০-৩০ শতাংশ মাছের দাম বেড়েছে। যার জেরে বাজারের থলি হাতে নিয়ে বেরোলেও মাছ ছাড়াই বাড়ি ফিরতে হচ্ছে মধ্যবিত্তকে।

গত ১৬ দিনে ১৪ বার দাম বেড়েছে পেট্রলের। কলকাতা ও জেলায় (Kolkata and Districts) পেট্রল ও ডিজেল সেঞ্চুরি পার করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে হাওড়া পাইকারি মাছের বাজারে। মাছ ব্যবসায়ীরা জানান, জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও অন্য রাজ্য থেকে মাছের আমদানি কমে গিয়েছে। ওখানকার ব্যবসায়ীরা আগের রেটে মাছ পাঠাতে চাইছেন না। আগে বাজারে গড়ে রোজ ৩০-৩৫টি ট্রাক ভিন রাজ্য থেকে আসত। এখন তা কমে দাঁড়িয়েছে ১৫-২০টি।

আরও পড়ুন: জ্বালানির দামবৃদ্ধিতে কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের, কম দামে ফল ও সবজি দেবে রাজ্য

ভিনরাজ্য থেকে মাছের জোগান কমে যাওয়ায় মাছের দাম পকেটে ছ্যাঁকা দিচ্ছে। এক কেজি সাইজের কাতলা মাছের পাইকারি দর ১৮০-২০০ টাকা ছিল। সেটাই হয়ে দাঁড়িয়েছে ২২০-২৫০ টাকা। রুই মাছে ১৩০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৪৫-১৫০ টাকা। পাবদার দাম ৩০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৬০-৩৭০ টাকা। ভেটকির দাম ছিল ৪০০-৪৫০ টাকা। তা একলাফে বেড়ে হয়েছে ৫০০ টাকা প্রতি কেজি। আড়ট্যাংরা মাছের দাম ১৫০ টাকা ছিল। তা বেড়ে হয়েছে ১৮০-২০০ টাকা। ট্যাংরার দাম হয়েছে ৩০০ টাকা প্রতি কেজি। আগের দাম ছিল ২৭০ টাকা প্রতি কেজি। হাওড়া ফিস মার্কেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানান, মাছের দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমে গিয়েছে।

FishFish MarketPetrol and dieselFuel price

Recommended For You

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি

editorji | কলকাতা

Mamata Banerjee : ভারত সরকার হিন্দুদের রক্ষা করুক, বাংলাদেশে ইস্যুতে কেন্দ্রের কোর্টেই বল ঠেললেন মমতা