আবার শহরে প্রতারণার অভিযোগ। সেনাবাহিনীতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা। কলকাতায় গ্রেফতার ৫। অভিযোগ, ধৃতরা নিজেদের সেনা অফিসার হিসেবে পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। সম্প্রতি বেশকিছু প্রতারিত যুবক অভিযোগ জানান নিউমার্কেট থাকায়। তারপরই তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত শিবম পাণ্ডে, রোহিত কুমার গুপ্তা, জিতেন্দ্র কুমার, অভিষেক কুমার গৌতম, উমাকান্তি যাদবকে।
জানা গেছে, ধৃত শিবম, রোহিত, জিতেন্দ্র, অভিষেক ও উমাকান্তি উত্তরপ্রদেশের গাজীপুরের বাসিন্দা। জাল পরিচয় পত্র, নকল নথি, আবেদন পত্র তৈরি করে চাকরিপ্রার্থীদের সেনায় কাজ দেওয়ার নাম করে প্রতারণা করত ধৃতেরা।
আরও পড়ুন- Akshay Tritiya 2022 : অক্ষয় তৃতীয়া উপলক্ষে ভিড় মন্দিরে মন্দিরে, হালখাতার পুজো দিচ্ছেন ব্যবসায়ীরা
দীর্ঘদিন ধরেই উত্তরপ্রদেশের এই জালিয়াতি চক্রটি সক্রিয় ছিল রাজ্যে। এরা বেকার যুবকদের ভারতীয় সেনায় কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে বিভিন্ন নথি ও কাগজপত্র দেখাত। তারপর তাঁদের চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যে আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ টাকা দাবি করত। টাকা নেওয়ার পর আর খুঁজে পাওয়া যেত না ভুয়ো অফিসারদের।
তদন্তে নেমে পুলিশের অনুমান, উত্তরপ্রদেশের এই প্রতারণা চক্রে আরও অনেকে জড়িত রয়েছে। মঙ্গলবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করে পুলিশ। এরপর হেফাজতে নিয়ে জেরা শুরু করবেন গুণ্ডাদমন শাখার অফিসাররা।