১২ এপ্রিল, ২০২৩। নিঃসন্দেহে বাংলার জন্য ঐতিহাসিক দিন। গঙ্গার নীচ দিয়ে কলকাতা থেকে মেট্রো ছুটল, পৌঁছল হাওড়ায়। দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে চলেছে কয়েক দিনের মধ্যেই। তবে আজকেরটি ট্রায়াল রান ছিল না, বরং ছিল ট্রায়াল রানের প্রস্তুতি পর্বের অংশ।
মেট্রো রেল সূত্রে খবর, অল্প কয়েক দিনের মধ্যেই মেট্রোপথে জুড়ে যেতে চলেছে হাওড়া এবং কলকাতা। আগামী সাত মাস ধরে চলবে ট্রায়াল রান, জানিয়ে দিল মেট্রো রেল কর্তৃপক্ষ।
বুধবার সকাল ১১টা ৫২ মিনিটে প্রথম রেকটি হাওড়া ময়দানে এসে পৌঁছয়। কিছু সময় পরেই দ্বিতীয় রেকটিও চলে আসে। আপাতত হাওড়া ময়দান স্টেশনেই থাকবে রেক দু’টি। ওখান থেকেই ট্রায়াল রান শুরু হয়ে যাবে।