বাইপাসের মেট্রোপলিটন এলাকায় প্রাক্তন বিমানসেবিকার রহস্যমৃত্যু। একটি বহুতলের নিচে রক্তাক্ত দেহ থাকতে দেখা য়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় প্রগতি ময়দান থানার পুলিশ। তাঁকে কী ধাক্কা মেরে বহুতলের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে! নাকি আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর নাম দেবপ্রিয়া বিশ্বাস। বয়স ২৭। একটি সংস্থায় বিমানসেবিকার কাজ করতেন তিনি। বছর দেড়েক আগে চাকরি ছেড়ে দেন। বর্তমানে বাড়িতেই থাকতেন। শনিবার বিকেলে পুলিশ খবর পায়, বাইপাস সংলগ্ন একটি বহুতলের নিচে এক তরুণীর দেহ পড়ে রয়েছে। হাতের মুঠোয় চাবির গোছা ছিল। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেবপ্রিয়ার মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।