কলকাতায় শুরু হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিমযাত্রা। তপসিয়ার পিস ওয়ার্ল্ড থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হল রাজ্য বিধানসভার দিকে। শুক্রবার সকাল থেকেই পিস ওয়ার্ল্ড চত্বরে ভিড় বাড়তে শুরু করে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন রাজ্যের বিভিন্ন কোণের মানুষ। সেই তালিকায় রয়েছেন উত্তর ২৪ পরগনার সোদপুরের ৮৪ বছরের বাসিন্দা আরতি ভৌমিক।
বেলা বাড়তেই শুরু হয় জনসমাগম। জানা গিয়েছে, বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানবেন সিপিএম পলিটব্যুরোর নয় সদস্য। এদিন তপসিয়ায় এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান সিপিএমের প্রাক্তন কাউন্সিলরাও। দেহ বিধানসভার দিকে রওনা হওয়ার আগে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরাও।
মানুষের স্যালুটেই এগিয়ে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পিস ওয়ার্ল্ডে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে একথা জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সিপিএমের তরফে জানানো হয়েছে, সূচি মেনেই হবে বু্দ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রা।