প্রয়াত ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং প্রতিষ্ঠাতা প্রবীর ঘোষ। দীর্ঘদিন ধরেই বয়স জনিত অসুখে ভুগছিলেন। শুক্রবার সকালে দমদমের দেবিনিবাস রোডের বাড়িতে মাত্র ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার তাঁর দেহটি একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করে দেওয়া হবে।
বাংলা তথা গোটা ভারতবর্ষে কুসংস্কার বিরোধী লড়াইয়ের অন্যতম মুখ ছিলেন প্রবীর ঘোষ। আদতে যে তুকতাক, ভেলকি এবং সম্মোহন বলে কিছু হয় না। তা স্রেফ বুজরুকি তা তিনি হাতে-কলমে পরীক্ষা করে প্রমাণ করে দিয়েছিলেন। বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে যুক্তিবাদী আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন সারা দেশে। প্রমাণ করে দিয়েছিলেন আদতে অলৌকিক বলে কিছুই হয় না। সরব হয়েছিলেন জ্যোতিষী এবং ওঝাদের কর্মকাণ্ড নিয়েও।
১৯৪৫ সালের ১ মার্চ অবিভক্ত বাংলার ফরিদপুরে জন্মগ্রহণ করেন প্রবীর ঘোষ। শৈশব কেটেছে পুরুলিয়ার আদ্রায়। তারপর বাবার কর্মসূত্রে প্রথমে খড়্গপুর তারপর দমদমে চলে আসেন। দমদম মতিঝিল কলেজ থেকে স্নাতক হন। সেই সময় থেকেই কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে সচেতন করার কাজ শুরু করেন। ছাত্র জীবন থেকেই পত্রিকাও প্রকাশ করতেন। এরপর ১৯৯৯ সালে ব্যাংকের চাকরি থেকেও অবসর নেন তিনি।