ঠিক কী হয়েছিল গত সোমবার দুপুরে ? কসবার ঘটনায় এর উত্তর পেতে এবার স্কুলের পাশের এক রিসর্টের সিসি ফুটেজ খতিয়ে দেখবে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, স্কুলের সিসি ফুটেজ তাঁরা হাতে পেয়েছেন। তা খতিয়ে দেখার পর ঘটনাটি আরও একবার খতিয়ে দেখতে চান তাঁরা।
কারণ, স্কুলের ক্যামেরায় ধরা পড়েছে, ছ তলার বারান্দায় ঘুরছে ওই পড়ুয়া। তারপর কী হয়েছিল, তা ওই ক্যামেরায় নেই বলেই দাবি তদন্তকারীদের। এদিকে, এই ঘটনার পর থেকে স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে মৃত পড়ুয়ার পরিবার ও পড়শিরা। এমনকী দুই শিক্ষিকাকে গ্রেফতারের দাবি করা হয়েছে।
এই পরিস্থিতিতে স্কুলের চার শিক্ষককে থানায় ডাকছে পুলিশ। এই চার জনের বিরুদ্ধেই খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। মূলত ওই দিনের ঘটনা জানতেই ওই চার শিক্ষককে তলব করা হয়েছে।