নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির আতসকাঁচের তলায় টলিউডের চার অভিনেত্রী। ইডি সূত্রে জানা গিয়েছে, এখনই তাঁদের সম্পর্কে কোনও পদক্ষেপ করা হবে না। তাঁদের তলব করাও হচ্ছে না। নামও প্রকাশ্যে আনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এদিকে বনিকে তলব করার পরই বিস্ফোরক অভিনেতার মা পিয়া সেনগুপ্ত। তিনি জানান, টলিপাড়ার অনেক বড় নামের সঙ্গেই যোগাযোগ ছিল কুন্তলের। তাঁর মতে, কুন্তল সিনেমা প্রযোজনার করার প্রস্তাব দিয়েছিল বনিকে। পিয়া দেবী জানান, কুন্তল মিউজিক ভিডিয়ো বানিয়েছিলেন। ক্যাসেট রিলিজের অনুষ্ঠানে টলিউডের বড় অভিনেতা-অভিনেত্রীদের দেখা গিয়েছিল।
ইডি সূত্রে খবর, এই চার অভিনেত্রীর মধ্যে একজন টালিগঞ্জের প্রথম সারির অভিনেত্রী। একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। অন্য এক অভিনেত্রী কুন্তলের সংস্থার তৈরি শর্ট ফিল্মে অভিনয় করেছেন। তৃতীয় অভিনেত্রীও টালিগঞ্জে পরিচিত নাম। আর চতুর্থ জন বনির ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।