শুক্রবার থেকে বুস্টার ডোজ (Booster Dose) দেওয়া শুরু হল কলকাতায়। ১৫ জুলাই শুক্রবার থেকে কলকাতা-সহ দেশজুড়ে বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দান (Booster Dose) পর্ব শুরু হয়েছে।
জানা গিয়েছে, কলকাতা পুরসভার (KMC) ১৩৪টি কেন্দ্রে এদিন থেকে বিনামূল্যে (Free of Cost) বুস্টার ডোজ দেওয়া শুরু হল। ৯৯টি স্বাস্থ্য কেন্দ্রে কোভিশিল্ড (Covishield Vaccine) এবং ৩৫টি স্বাস্থ্য কেন্দ্রে কোভ্যাকসিন (Covaxin) মিলছে। যদিও বৃহস্পতিবার বিকেলেই একথা জানান মেয়র পারিষদ স্বাস্থ্য ও ডেপুটি মেয়র অতীন ঘোষ। বিস্তারিত জানতে নজর রাখুন www.kmcgov.in এবং কলকাতা পুরসভার টুইটার হ্যান্ডেলে।
আরও পড়ুন- West Bengal Weather Update: আবার একটা নিম্নচাপ, উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি
কলকাতার পাশাপাশি এদিন সকালে সারা দেশেও বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে। দেশজুড়ে বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দান পর্ব শুরু হবে। আগেই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল যে, ভারতীয় নাগরিকদের প্রত্যেকেই বিনামূল্যে কোভিডের বুস্টার ডোজ দেওয়া হবে। ১৫ জুলাই থেকে এই সুবিধা পাওয়া যাবে।