আগামী বৃহস্পতিবার থেকে নয়া নিয়মে কলকাতা মেট্রো। কী হচ্ছে সেই নিয়ম ? মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ৩০ টাকা বাড়ানো হচ্ছে স্মার্ট কার্ডের ভাড়া। আগে নতুন স্মার্ট কার্ড কিনতে খরচ পড়ত ১২০ টাকা। পয়লা জুন থেকে যাত্রীদের নতুন স্মার্ট কার্ড কিনলে দিতে হবে ১৫০ টাকা। মূলত খুচরো সমস্যা এড়াতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মেট্রো রেল।
মেট্রো কর্তাদের দাবি, অনেক সময় যাঁরা অফলাইনে নতুন স্মার্ট কার্ড কেনেন, তাঁদের ক্ষেত্রে দেখা গিয়েছে খুচরোর সমস্যা হয়। এটা দু দিক থেকেই হয় বলে মেট্রোর তরফে দাবি করা হয়েছে। অনেক সময় তারা খুচরো দিতে পারে না। আবার যাত্রীর ক্ষেত্রেও এই একই সমস্যা হয়।
১২০ টাকা দিয়ে স্মার্ট কার্ড কিনলে কার্ডের ভাড়ার জন্য ৮০ শতাংশ নিত মেট্রো। বাকি ১০ শতাংশের সঙ্গে মেট্রোর ভাড়া যুক্ত করা থাকত। কিন্তু একধাক্কায় দাম বাড়ছে ৩০ টাকা। তাতে মেট্রোর দাবি, যাত্রীদের কোনও লোকসান নেই। কারণ, ১৫০ টাকা থেকে ৮০ টাকা কাটা হবে কার্ডের জন্য এবং বাকি অর্থ ও ১০ শতাংশ অতিরিক্ত অর্থ পাবেন যাত্রী। অর্থাৎ তাঁর মেট্রো যাত্রার জন্য অতিরিক্ত টাকা থেকে যাবে যাত্রীর স্মার্ট কার্ডে।