মহালয়া থেকেই কার্যত পুজো মুডে তিলোত্তমবাসী। আপামর বাঙালির কাছে আর কটা দিন পুজোর দেরি থাকলেও, তিলোত্তমবাসীর পুজো শুরু হয়েই গিয়েছে। প্রতিপদ, দ্বিতীয়াতেই রেকর্ড ভিড় শ্রীভূমিতে। এই পুজোর কারণে VIP রোডে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল যান চলাচল। অন্যদিন এই পথ যেতে যা সময় লাগে, গত কয়েকদিন জ্যাম ঠেলে গাড়ি এগোতে আরও দেড় থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে।
সোমবার রাত ৯.৩০ পর্যন্ত VIP রোডের যানচলাচল স্বাভাবিক থাকলেও , রাত বাড়তেই জ্যাম বেড়েছে। এই পরিস্থিতিতেই কলকাতা পুলিশ সিদ্ধান্ত নিয়েছে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সন্ধ্যা ছ’টার পর থেকে ভোর পাঁচটা পর্যন্ত উল্টোডাঙা থেকে কেষ্টপুরের মধ্যে অটো চলাচল বন্ধ রাখা হবে। এইকদিন, মালবাহী গাড়ি ও দূরপাল্লার বাসগুলিকে যশোহর রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।