ঢাক বাজালেন সাংসদ। আর নাচলেন বিধায়ক। এ দৃশ্য শুধুমাত্র নিউ আলিপুরের সুরুচি সংঘেই সম্ভব। নবমী নিশি যত বাড়ল, ততই মোহময় হল গোটা মণ্ডপ। নবমীর ঢাকের বোলে আরও যেন শান্ত হল এই পৃথিবী। সত্যিই গত দু বছর করোনার জ্বালায় জীবন জ্বলে পুড়েছে। এবার যেন একটু স্বস্তি। তাই দক্ষিণ কলকাতার অন্য়তম বিগ বাজেটের সুরুচি সংঘ এবার শুরু থেকেই এগিয়ে ছিল। নবমী রাতে তারা শেষও করল এগিয়ে থেকেই।
একটু বেলায় মেয়ে রাইমা সেনকে নিয়ে মণ্ডপে এসেছিলেন প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মুনমুন সেন। ঢাকের বোলেই যেন হার মানলেন মুনমুন। নাচলেন। মেয়ে ঢাক বাজালেন। বেলা গড়িয়ে সন্ধে। সুরুচির মণ্ডপে তখন তারার চালচিত্র। একদিকে বনি-কৌশানি তো অন্যদিকে রাজ-শুভশ্রী। গোটা টালিগঞ্জ যেন এক ছাদের তলায়। পরিবার নিয়ে ঘুরে গেলেন রাজ্য়ের আর এক বিধায়ক ও অভিনেতা সোহম চট্টোপাধ্য়ায়। আর সন্ধ্যে-রাতের সন্ধিতে ঢাকে কাঠি দিলেন মহারাজ। গেরুয়া পাঞ্জাবিতে সৌরভ যেন মহিত করলেন সবাইকে। পাশে দাদা স্নেহাশিস কাঁসর হাতে।
বলাই বাহুল্য, এ সব কার জন্য। তিনি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে উদ্বোধনের দিন থেকে সুরুচির ঢাক কিন্তু এবার ফেমাস হয়ে থাকল। চড়াম চড়াম নয়। মিঠে বোলেই নবমী নিশি পার হল।
মিস করলেন একজন... তিনি....!