প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) অব্যাহত হস্টেলের দাবিতে বিক্ষোভ। হিন্দু হস্টেল নিয়ে লাগাতার পড়ুয়া বিক্ষোভের মধ্যেই এবার উত্তেজনা ছড়াল ছাত্রীদের হস্টেল নিয়ে। সোমবার নিউটাউনের হস্টেলে উপস্থিত হন একদল ছাত্রী। গেট ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। ওই ছাত্রীদের সঙ্গে বচসা হয় নিরাপত্তারক্ষীদের।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের দখল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর হাতে। তাদের অভিযোগ, বছরের পর বছর হস্টেলের সমস্যা মিটছে না। বহু আন্দোলন সত্ত্বেও সদর্থক পদক্ষেপ করছেন না কর্তৃপক্ষ।
আরও পড়ুন: CPM, CPIML: বালিগঞ্জে বাম প্রার্থীকে সমর্থন লিবারেশন নেতা দীপঙ্করের, স্বাগত জানালেন সেলিম
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যশালী হিন্দু হস্টেল দীর্ঘদিন বন্ধ ছিল। করোনাকালে (Coronavirus) ক্যাম্পাসও খোলেনি বহুদিন। অবশেষে শুরু হয়েছে ক্লাস। তারপরেই ফের ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তপ্ত হল ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের দুই প্রধান ছাত্র সংগঠন এসএফআই এবং আইসি অবিলম্বে হস্টেল খোলার দাবি জানিয়েছে। সদ্য প্রেসিডেন্সিতে ইউনিট তৈরি করেছে তৃণমূল ছাত্র পরিষদ। তারা এখনও কোনও অবস্থান নেয়নি।