নক্ষত্র পতন বাংলার সুরের জগতে। প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে পরিসমাপ্তি বাংলা গানের স্বর্ণযুগের অধ্যায়ের (Golden Era)।
চলতি বছর জানুয়ারির শেষের দিক থেকে অসুস্থ হয়ে পড়েন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। গত ২৬ জানুয়ারি আচমকাই জ্বর আসে শিল্পীর। প্রথমে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে ভর্তির পর কোভিড ধরা পড়ে তাঁর।তড়িঘড়ি মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরে অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয় শিল্পীকে। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা মুখোপাধ্যায় স্থিতিশীল। কিন্তু শেষরক্ষা হল না। মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবাদপ্রতিম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।
আরও পড়ুন: সন্ধ্যা মুখোপাধ্যায় আপাতত স্থিতিশীল, তবে এখনও পুরোপুরি সঙ্কটমুক্ত নন
জানা গিয়েছে, গত বুধবার রাতে শৌচাগারে পড়ে গিয়ে চোট পান শিল্পী। তার সঙ্গে ছিল শ্বাসকষ্ট জনিত সমস্যাও। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুটি ফুসফুসেই সংক্রমণ ছিল তাঁর।