এবার খাস কলকাতায় বিক্ষোভের মুখে পড়তে হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari)। আশুতোষ কলেজের(Asutosh College) বাইরে একদল ছাত্র তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ।
জানা গেছে, সোমবার আশুতোষ কলেজ(Asutoash College) চত্বরে পুলওয়ামা দিবসে(Pulwama Divas) শহীদ জওয়ানদের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। এরপর কলেজ থেকে বেরোনোর মুখেই তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়। তবে বিক্ষোভ, স্লোগানের মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা হাজরা চত্বর ছেড়ে চলে যান।
আর পড়ুন- Siliguri Municipal Election 2022: শিলিগুড়ির 'বাধা' টপকে নতুন মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা মমতার
উল্লেখ্য, সোমবার প্রকাশিত হয়েছে চার পুরভোটের(Municipal Election 2022) ফলাফল। সবকটিতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল(TMC)। অধিকাংশ জায়গাতেই বিরোধীদলের তকমা হারিয়েছে বিজেপি(BJP)। এই অবস্থায় শহর কলকাতায় রাজ্যের বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল।