বুধবার এক ধাক্কায় বেশ খানিকটা দাম কমল সোনার। পুজোর আগে এই খবর যে নিঃসন্দেহে ক্রেতাদের মুখে হাসি ফোটাবে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দর কমেছে ৩৩০ টাকা। টানা কয়েকদিন পরপর রুপোর দাম বাড়লেও এদিন কমেছে রুপোর দরও। বুধাবার ১ কেজি রুপোর দাম কমেছে ৬০০ টাকা।
আজ ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম হয়েছে ৪ হাজার ৬৪০ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম হয়েছে ৪৬ হাজার ৪০০ টাকা। অন্যদিকে ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম হয়েছে ৫ হাজার ৬২ টাকা। সেই অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার নতুন দাম হয়েছে ৫০ হাজার ৬২০ টাকা। অন্যদিকে, ৬০০ টাকা কমে ১ কেজি রুপোর দাম হয়েছে ৫৬ হাজার ৪০০ টাকা।
বেশ কয়েকদিন ধরেই সোনার দাম অপরিবর্তিত ছিল। এমনকি গত এক সপ্তাহের মধ্যে এদিনই সর্বনিম্ন রয়েছে সোনার দাম। কিন্তু গত কয়েকদিন ধরে ক্রমশই বাড়ছিল রুপোর দাম। পুজোর আগে বুধবার সোনা এবং রুপো দুটো ধাতুর দাম কমতেই স্বাভাবিক ভাবেই খুশি ক্রেতারা।