পোস্তায় দোকান থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ (Businessman Death)। ব্যবসায়ীর দেহ উদ্ধার করেন তাঁর ছেলে। দেহের পাশে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। সেখানে বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর মৃত ব্যবসায়ীর নাম নন্দলাল সোনি। বয়স ৫০। তিনি লেকটাউন থানার বাসিন্দা। রবিবার আচমকাই দোকানে যান নন্দলাল। রাত বাড়লেও বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়ে যায় পরিবার। তড়িঘড়ি দোকানে যান নন্দলালের ছেলে মায়াঙ্ক সোনি। দোকান ভিতর থেকে বন্ধ ছিল। কারও সাড়াশব্দও পাওয়া যায়নি। বাধ্য হয়ে স্থানীয়দের ডাকাডাকি করেন মায়াঙ্ক। তালা ভেঙে দোকান খুলতেই দেখা যায় সিলিংয়ে ঝুলছে দেহ। দেহ নামিয়ে তড়িঘড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই পুলিশ ওই ব্যবসায়ীর দেহ ময়নাতদন্তে পাঠায়।
আরও পড়ুন: করোনা আক্রান্ত ১৪ পড়ুয়া, মেডিক্যাল কলেজে বাতিল পরীক্ষা
সুইসাইড নোটে ৬ জনের নাম উল্লেখ করা আছে। তাঁরা কোনও ভাবে এই মৃত্যুর সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যাই করেছেন ওই ব্যবসায়ী। আর্থিক সংকট, নাকি অন্য কিছু, সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের।