মহা অষ্টমীতে উৎসবের মেজাজে বাংলা। সপ্তাহের শুরুতেই দাম বাড়ল সোনার। আপাতত দুর্গাপুজোর কেনাকাটা হয়ে গেলেও সামনেই রয়েছে ধনতেরস এবং বিয়ের মরশুম। ফলে খানিক চিন্তার ভাঁজ ক্রেতাদের কপালে।
সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৩৫০ টাকা। এক ধাক্কায় অনেকটাই বেড়েছে রুপোর দরও। সপ্তাহের শুরুতেই কেজি প্রতি রুপোর দাম বেড়েছে ৫০০ টাকা। ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম হয়েছে ৪ হাজার ৬৮৫ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম হয়েছে ৪৬ হাজার ৮৫০ টাকা। অন্যদিকে ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম হয়েছে ৫ হাজার ১১১ টাকা। সেই অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার নতুন দাম হয়েছে ৫১ হাজার ১১০ টাকা। অন্যদিকে ৫০০ টাকা বেড়ে ১ কেজি রুপোর দাম হয়েছে ৫৭ হাজার ৪০০ টাকা।
বেশ কয়েকদিন ধরেই সোনার দাম অপরিবর্তিত ছিল। এমনকি পুজোর আগে বেশ খানিকটা সস্তাও হয়েছিল সোনা। গত দু'সপ্তাহের মধ্যে অষ্টমীর দিন সব থেকে বেশি দাম বেড়েছে সোনার। এখন সোনা ছাড়াও রুপোর স্টায়লিস্ট গয়না বেশ ট্রেন্ডিং। রুপোর দর বাড়তেও চিন্তায় বিক্রেতারা।