কালী পুজোর পরদিন দাম কমল সোনার। শনি, রবি পরপর দুদিন সোনার দাম বাড়লেও সপ্তাহের প্রথমদিন অপরিবর্তিত ছিল সোনার দাম। তবে, মঙ্গলবার ফের কমে গেল সোনার দাম। মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৬০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেটের সোনার দাম কমেছে ১৮০ টাকা। যদিও সোনার দাম কমলেও বেড়েছে রুপোর দাম। মঙ্গলবার ১ কেজি রুপোর দাম বেড়েছে ৩০০ টাকা।
মঙ্গলবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৪ হাজার ৬৮৫ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার নতুন দাম হয়েছে ৪৬ হাজার ৮৫০ টাকা। অন্যদিকে ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ১১১ টাকা। সেই অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম বেড়ে হয়েছে ৫১ হাজার ১১০ টাকা। সোমবার ১ কেজি রুপোর দাম রয়েছে ৫৮ হাজার টাকা।
পুজোর আগে বেশ কয়েকদিন ধরেই সোনার দাম ওঠানামা ছিল। ধনতেরাসের আগে শুক্রবার সোনার দাম কমে যাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি হয়েছিলেন ক্রেতারা। কিন্তু শনিবার এবং রবিবার পর পর দু'দিন দাম বাড়ে সোনার। ধনতেরাস পেরিয়ে গেলেও সামনেই রয়েছে বিয়ের মরশুম। ফলে মঙ্গলবার সোনার দাম কমতেই খুশি ক্রেতারা।