ধনতেরাসের দিন ফের দাম বাড়ল সোনার। শনিবার ধনতেরাসে দেশজুড়েই সোনা কেনা রীতি। কিন্তু এই বিশেষ দিনেও বাড়ল সোনার দাম। সোনার দাম বাড়ায় বিষাদের ছায়া ক্রেতাদের মুখে। সোনার দাম বাড়লেও একধাক্কায় অনেকটাই কমেছে রুপোর দর।
শনিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৭৫০ টাকা। তবে, রুপোর দাম কমায় কিছুটা স্বস্তি। শুক্রবারই এক ধাক্কায় ৫ হাজার ৩৫০ টাকা বেড়েছিল রুপোর দাম। শনিবার সেই দামের পতন হয়েছে। ধনতেরাসের সকালে ১ কেজি রুপোর দাম কমেছে ৩ হাজার ৮০০ টাকা।
শনিবার ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪৭ হাজার টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার নতুন দাম ৫১ হাজার ২৮০ টাকা। ৩ হাজার ৮০০ টাকা কমে ১ কেজি রুপোর দাম হয়েছে ৫৭ হাজার ৭০০ টাকা।
পুজোর আগে বেশ কয়েকদিন ধরেই সোনার দামে ওঠানামা ছিল। ধনতেরাসের আগে শুক্রবার সোনার দাম কমে যাওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি হয়েছিলেন ক্রেতারা। কিন্তু শনিবার ফের দাম বেড়ে যাওয়ায় চিন্তায় রয়েছেন ক্রেতারা।