হাতে আর কয়েকটা দিন। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর বাঙালি এই উৎসবের মরশুমে নিজেকে সাজিয়ে তুলতে কোনও খামতি রাখে না। যে কারণে এই সময়ে অনেকেরই সোনার গয়না কেনার প্রতি ঝোঁক বাড়ে। বেশ কয়েকদিন ধরেই কমছে সোনার দাম। ফলে হাসি ফুটেছে ক্রেতাদের মুখে। সপ্তাহের প্রথম দিনে কেমন রয়েছে সোনা-রুপোর বাজার দর? সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৬ হাজার ৭৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫১ হাজার টাকা। তবে, সোনার দাম একই থাকলেও মধ্যবিত্তের কপালে ভাঁজ ফেলেছে রুপোর বাজার দর। এদিন কেজি প্রতি রুপোর দাম বেড়েছে ২০০ টাকা।
একটা সময়ে ৫০ হাজারের গন্ডি পার করলেও বেশ কিছুদিন ধরেই দাম কমছে সোনার। গত তিন দিন একই রয়েছে সোনার দাম। সোমবারের দর অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক সোনার ১ গ্রামের দাম হয়েছে ৪ হায়ার ৬৭৫ টাকা। অর্থাৎ ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪৬ হাজার ৭৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম হয়েছে ৫১ হাজার টাকা।
সোনার দাম সাধ্যের মধ্যে থাকলেও দাম বেড়েছে রুপোর। গত ১০ দিনের মধ্যে এদিন রুপোর দাম সবচেয়ে বেশি। সোমবার দাম বেড়ে ১ কেজি রুপোর বাটের দাম হয়েছে ৫৫ হাজার ২০০ টাকা। বর্তমানে সোনার গয়নার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে। ফলে, রুপোর দাম বাড়তেই চিন্তায় পড়েছেন ক্রেতারা।