সপ্তাহের দ্বিতীয় দিনে দাম বাড়ল সোনার । গত দু'দিন দাম অপরিবর্তিত থাকলেও, মঙ্গলবারের বাজার খুলতেই ফের চিন্তায় ক্রেতারা । একই হারে বেড়েছে গহনা সোনা ও পাকা সোনার দাম । রুপোর দামও সোমবার থেকে বাড়তে শুরু করেছে ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১০০ টাকা । কলকাতায় গহনা সোনা ও পাকা সোনার নতুন দাম হয়েছে যথাক্রমে ৬৬,৩৫০ টাকা ও ৭২, ৩৮০ টাকা ।
পরপর চারদিন অপরিবর্তিত ছিল রুপোর দাম । সোমবার থেকে বাড়তে শুরু করেছে রুপোর দাম । এক কেজি রুপোর বাটের দাম ৮০০ টাকা বেড়ে হয়েছে ৯১ হাজার টাকা ।