উৎসবে মেতেছে বাঙালি। দেশজুড়েই চলছে সেলিব্রেশন। এই উৎসবের মরশুমে প্রিয়জনকে উপহার দেওয়ার রেওয়াজও প্রাচীন। গত কয়েকদিন সোনা ও রুপোর দামে কিছুটা স্বস্তি ছিল। পঞ্চমীতে সোনার দাম সামান্য বাড়ল। বাড়ল রুপোর দামও।
দুর্গাপুজোর প্রাক্কালে কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৪৬ হাজার ৬৫০ টাকা। বৃহস্পতিবার দাম ছিল ৪৬ হাজার ৪০০ টাকা। দাম বেড়েছে ২৫০ টাকা। পঞ্চমীতে ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫০ হাজার ৯০০ টাকা। বৃহস্পতিবার ২৪ ক্যারেট পাকা সোনার দাম ছিল ৫০ হাজার ৬২০ টাকা। দাম বাড়ল রুপোর বাটেরও। এক কেজি রুপোর বাটের দাম ৫৫ হাজার ৯০০ টাকা। বৃহস্পতিবার যা ছিল ৫৪ হাজার ৫৫০ টাকা।
আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গেই ভারতে সোনা ও রুপোর দাম বৃদ্ধি হয়। সেই অনুযায়ী, দুর্গাপুজোর আগে বাড়ল সোনা ও রুপোর দাম। যা কপালে ভাঁজ বাড়াল মধ্যবিত্তের।