নিয়োগ দুর্নীতির তদন্তে এবার নামের জট ছাড়াতে হিমসিম খাচ্ছে ইডি। ধৃত তাপস মণ্ডল ও কুন্তল ঘোষকে জেরা করে গোপাল দলপতির (Gopal Dalopati) নাম প্রথম উঠে আসে। বৃহস্পতিবার কুন্তল ঘোষের (Kuntal Ghosh) একটি মন্তব্যে জানা যায় হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly) নাম। এরই মধ্যে তৈরি হয়েছে নতুন জট। গোপাল দলপতির সরকারি নথি অনুযায়ী নাম আরমান গঙ্গোপাধ্যায়। তাঁরই স্ত্রী হিসেবে পরিচিত হৈমন্তী।
ইডি সূত্রে খবর, আরমান ট্রেডিং নামে এক সংস্থার মাধ্যমের কুন্তলের সঙ্গে লেনদেন হত বলে জানতে পেরেছে ইডি। ইডি সূত্রে খবর, গোপাল ও আরমান, দুটি নামে আলাদা দুটি প্যান কার্ড আছে। কেন এই জোড়া নাম ব্যবহার, তা নিয়ে রহস্য বাড়ছে।
আরও পড়ুন: দমদম ক্যান্টনমেন্টে কোচিং সেন্টারের খোঁজ, অঙ্কের স্যার ছিলেন গোপাল দলপতি
কে এই গোপাল দলপতি! জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাসিন্দা গোপাল। ২০১৬ সাল থেকে বেহালায় ভাড়া থাকতেন গোপাল। টালিগঞ্জের এক অভিনেত্রীর সঙ্গেও থাকতেন তিনি। বর্তমানে কোথায় আছেন গোপাল, তা জানেন না কেউই। তবে ইডির তলবে সাড়া দিয়েছেন তিনি। প্রয়োজনে ফের তলব করা হতে পারে তাঁকে।