এবার দমদম ক্যান্টনমেন্টে গোপাল দলপতির (Gopal Dalapoti) কোচিং সেন্টারের খোঁজ। জানা গিয়েছে, ওই এলাকায় গোপাল স্যার নামেই পরিচিত ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, ২০০৪-২০০৫ সালে গোপাল স্যারের কোচিংয়ের রমরমাও ছিল।
অভিযোগ, গোপাল দলপতি সেই সময় বহু মানুষের কাছে টাকা ধার নিয়ে শুরু করেন। ছাত্র-ছাত্রী এমনকী অভিভাবকদের কাছ থেকেও টাকা ধার নিয়েছিলেন। সেই পাওনা টাকার জন্য অনেকেই কোচিং সেন্টারে হানা দিত। ঝঞ্ঝাট এড়াতেই কোচিং তুলে দেন বাড়ির মালিক মৃণাল দাশগুপ্ত।
আরও পড়ুন: গোপাল দলপতিই কি হৈমন্তীর স্বামী! আরমান গঙ্গোপাধ্যায় তবে কে, নাম রহস্যে জেরবার ইডি
এখন দমদম ক্যান্টনমেন্টের গোরাবাজার এলাকার পোস্ট অফিস রোডে বিশাল এক অ্যাপার্টমেন্ট দাঁড়িয়ে আছে। আগে সেখানেই ছিল গোপাল স্যারের অঙ্ক কোচিং সেন্টার। সেখানেই একটি ঘর ভাড়া নিয়ে পড়াতেন তিনি। সেই সময় ৪০০-৫০০ টাকা নিয়ে পড়াতেন তিনি।