ডিএ বৃদ্ধির দাবিতে সরকারি কর্মচারিদের ইউনিয়নের ডাকা কর্মবিরতি এখনও পর্যন্ত শান্তিপূর্ণ। রাজ্যে মিশ্র প্রভাব বলেই খবর পাওয়া গিয়েছে। তবে সরকারি ভাবে জানানো হয়েছে, কর্মবিরতির কোনও প্রভাব পড়েনি সরকারি দফতরে। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু এই বছরের মাধ্যমিক পরীক্ষা। তার আগে, এদিন স্বাভাবিক ছিল মধ্যশিক্ষা পর্ষদের দফতর। তবে মহাকরণের কোনও কোনও দফতরে কর্মীরা কাজে যোগ দেয়নি বলেই খবর। স্বাভাবিক আছে কলকাতা পুরসভা-সহ বাকি সরকারি প্রতিষ্ঠানের কাজ।
নবান্ন সূত্রে খবর, শহরের পাশাপাশি জেলাতেও সরকারি দফতরগুলিতে কাজ দুপুর পর্যন্ত স্বাভাবিক আছে। বিশেষ করে জেলার প্রতিটি স্কুল-কলেজের কাজ সচল হয়েছে বলেই রাজ্যের প্রশাসনিক সদর দফতর থেকে জানানো হয়েছে। যদিও সরকারি এই দাবি খারিজ করে দিয়েছে বাম সমর্থিত রাজ্য সরকারি কর্মচারিদের ইউনিয়ন। তাদের পাল্টা দাবি, দু দিনের কর্মবিরতির জেরে অনেক জায়গাতেই হাজিরা অন্য দিনের তুলনায় অনেক কম।
গত ১৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনেই সরকারি কর্মচারিদের জন্য তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, মার্চ মাসের বেতনের সঙ্গেই এই ভাতা পাবেন সরকারি কর্মচারিরা। তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও। তীব্র প্রতিবাদ করা হয়েছিল বামেদের পক্ষ থেকে। মূলত, তাদের ইউনিয়নগুলি একজোট হয়েই এই আটচল্লিশ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে।