নতুন বছরের আগেই সরকারি কর্মীদের জন্য সুখবর। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বিশেষ ব্যবস্থা ঘোষণা করল রাজ্য সরকার। তাদের চিকিৎসা করতে আর কোনও খরচ লাগবে না। সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত তাঁদের চিকিৎসা হবে ক্যাশলেস মোডে। তবে, খরচের পরিমাণ দু'লক্ষ টাকার বেশি হলে বাড়তি টাকা দিতে হবে সরকারি কর্মীকেই।
সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পরিষেবা সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে পাওয়া যাবে।
আরও পড়ুন- দাম্পত্য কলহের রেশ! নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পুলিশ কনস্টেবল বাবার বিরুদ্ধে
মূলত পশ্চিমবঙ্গ হেলথ স্কিম নামে যে সরকারি যোজনা আছে তার আওতায় থাকলেই এই সুবিধা পাবেন কর্মীরা। আগামী ২০২৭ সাল পর্যন্ত এই সুবিধা মিলবে।