স্কুলের শিক্ষকরা আর গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। নির্দেশিকা জারি করে জানিয়ে দিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। ওই নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ স্কুলগুলিতে কর্মরত কোনও শিক্ষক গৃহশিক্ষকতা বা কোনওরকম কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এমনকি বিনা পারিশ্রমিকে কোথাও ছাত্র-ছাত্রীদের পড়াতেও পারবেন না। স্কুল শিক্ষা দফতর এই বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের জেলা আধিকারিকদের মারফত স্কুলগুলির প্রধান শিক্ষকদের কাছেও তা পাঠিয়ে দিয়েছে।
জানা গিয়েছে, কোনও জুনিয়র হাই স্কুল, হাই স্কুল অথবা কোনও মাদ্রাসার শিক্ষকরা গৃহশিক্ষকতা বা অন্য কোনও ধরনের শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। 'রাইট অব চিল্ড্রেন টু ফ্রি এন্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট ২০০৯-এর আওতায় যে এই নির্দেশিকা জারি করা হয়েছে, তা-ও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন- Ratha Yatra 2022: এলাকার শিশুদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ, তাদের হাতে রথ তুলে দিলেন কাউন্সিলর
দীর্ঘদন ধরেই স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতার বিরুদ্ধে আন্দোলন করে আসছেন গৃহশিক্ষকরা। এবার স্কুল শিক্ষা দফতরের এই নির্দেশিকায় কিছুটা হলেও আশার আলো দেখাছেন তাঁরা।