বাংলা শিখতে আগেই চেয়েছিলেন নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। বৃহস্পতিবার, বাগদেবীর পুজোর দিনই 'হাতেখড়ির' আয়োজন করা হয়েছিল তাঁর।
দুই 'শিশুকন্যা'র হাত ধরেই শুরু হল রাজ্যপালের বাংলার পাঠ৷ রাজভবনে অনুষ্ঠিত সেই 'হাতেখড়ি'র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ সৌগত রায় সহ অনেকেই। এক ছোট্ট কন্যের হাত ধরে 'অ আ ক খ' লিখলেন রাজ্যপাল। তাঁকে বর্ণপরিচয় উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।এছাড়াও দুটি শব্দ শিখেছেন তিনি 'মা' ও 'ভূমি'।
তবে এই অনুষ্ঠান নিয়ে বঙ্গ রাজনীতিতে বেজায় সমালোচনা হয়েছে। তবুও সব উপেক্ষা করেই 'হাতেখড়ি' হল রাজ্যপালের। অনুষ্ঠান শেষে রাজ্যপালের মুখে শোনা গেল ‘জয় বাংলা’। সঙ্গে ‘জয় হিন্দ’ও বললেন তিনি।