দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে আসেন বাংলার নতুন রাজ্যপাল। শনিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শহরে ফিরে রবিবারই দক্ষিণেশ্বর মন্দিরে আসেন সিভি আনন্দ বোস।
রাজ্যপালের উপস্থিতিতে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয় মন্দির চত্বর। রাজ্যপাল জানান, বাংলার অন্যতম তীর্থক্ষেত্র এবং রামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত এই দক্ষিণেশ্বর মন্দির। রবিবার সময় হাতে পেতেই তিনি দক্ষিণেশ্বর থেকে ঘুরে গেলেন। তবে বাংলার সংস্কৃতির প্রশংসা করলেও অমিত শাহের সাথে বৈঠকের বিষয় এড়িয়ে যান বলেই খবর।
আরও পড়ুন- Howrah Gun Fire: বন্দুক হাতে এলোপাথাড়ি তাণ্ডব, তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্য হাওড়ায়