রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) টুইটে সবুজ সংকেত। বিধানসভায় (Assembly) শপথ নিচ্ছে বালিগঞ্জের বিধায়ক (Tmc Mla) বাবুল সুপ্রিয় (Babul Supriyo) । সম্ভবত আগামী সপ্তাহে বিধায়ক হিসাবে শপথ (Oath) নেবেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। তবে শনিবার টুইট করে বাবুলকে শপথে সবুজ সংকেত দিলেও, শপথবাক্য পাঠের ব্যাপারে বিধানসভার ডেপুটি স্পিকার (Deputy Speakar) আশিস বন্দ্যোপাধ্যায়কে (Ashish Banerjee) দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল। তিনি লিখেছেন, 'ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিলাম পশ্চিমবঙ্গ বিধানসভার তরফে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত শ্রী বাবুল সুপ্রিয়কে শপথগ্রহণ করানোর জন্য।’ রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েছেন বাবুল সুপ্রিয়। তবে খানিক হতাশ স্পিকারের থেকে শপথ না নেওয়ার জন্য।
শপথগ্রহণের অনুমতি পর টুইট করে বাবুল লেখেন, ‘আপনাকে ধন্যবাদ মহাশয়। আপনকে কৃতজ্ঞতা ও সম্মানজ্ঞাপন করেই বলি, আমি ডেপুটি স্পিকারের সম্মান রেখেই বলছি, আমি দুঃখিত যে আমি মাননীয় স্পিকারের কাছে থেকে শপথ নেওয়ার আনন্দ থেকে বঞ্চিত হব।’ মঙ্গল ও বুধবার ইদের জন্য ছুটি রয়েছে বিধানসভায়। তার পরেই শপথের সম্ভাবনা। গত ১৬ এপ্রিল বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয় পেলেও, গত প্রায় দু’সপ্তাহ ধরে শপথ নিতে পারেননি বাবুল।
সাধারণ ভাবে বিধায়কদের শপথগ্রহণ করানোর যে ক্ষমতা রাজ্যপালরা বিধানসভার স্পিকারদের দিয়ে রাখেন, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল তা নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন। তাই নির্বাচনে জয়ী প্রার্থীকে শপথগ্রহণের অনুমতি রাজ্যপালের কাছ থেকেই নিতে হচ্ছে। এমনকি রাজ্যপাল চাইলে বিধায়ককে নিজেই শপথগ্রহণ করাতে পারেন। বা রাজ্যপালে মনোনীত কোনও ব্যক্তি শপথগ্রহণ করাতে পারেন। গত বছর ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথগ্রহণ করাতে বিধানসভায় এসেছিলেন রাজ্যপাল।