প্রজাতন্ত্র দিবসে (Republic Day) রেড রোডের অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখোমুখি রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। কিন্তু বাক্যালাপই হল না। ক্যামেরার ধরা পড়ল মুখ্যমন্ত্রীকে কিছু বলতে চাইছেন রাজ্যপাল। কিন্তু আগাগোড়া নীরব রইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার বিনিময়েই সারলেন সৌজন্য।
বুধবার সকালে রেড রোডের অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গলবারই বিধানসভায় (West Bengal Assembly) যান রাজ্যপাল। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সম্পর্কে মন্তব্য করেন তিনি। তারপরই মুখোমুখি সাক্ষাৎ। প্রোটোকল মেনে সৌজন্য দেখালেও রাজ্যপালকে কার্যত এড়িয়েই গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: বিপিন রাওয়াত-সুন্দর পিচাই থেকে নীরজ চোপড়া-সাইরাস পুনাওয়ালা, পদ্ম সম্মানে ভূষিত কারা?
২০১৯ সালে রাজ্যপালের দায়িত্বে বাংলায় এসেছেন রাজ্যপাল। রাজ্য সরকারের সঙ্গে একের পর এক সংঘাত হয়েছে তাঁর। প্রশাসনিক পদক্ষেপ নিয়ে রাজ্য সরকারকে একাধিকবার আক্রমণ করেছেন জগদীপ ধনখড়। রাজভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্য প্রশাসনের শীর্ষ আমলাদের। শাসকদলকেও আক্রমণ করেছেন। বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে শেষবার মুখোমুখি সাক্ষাৎ হয় মমতা বন্দ্যোপাধ্যায় ও জগদীপ ধনখড়ের।