প্রবল গরমে জেরবার রাজ্যবাসী। এর মধ্যেই জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। ফলে ২৪ মে'র প্রস্তাবিত গরমের ছুটি এগিয়ে এনে স্কুল বন্ধের নোটিশ দেওয়া হয়েছে ২ মে। রাজ্যব্যাপী আবহাওয়ার খামখেয়ালিপনার জেরেই ২২দিন এগিয়ে আনা হয়েছে ছুটি। কিন্তু অনির্দিষ্টকালের এই ছুটিতে পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি যা হবে, তা অতিরিক্ত কাজ করে পুষিয়ে দেওয়ার প্রস্তাব রাজ্য স্কুলশিক্ষা দফতরের। শুধু পড়ুয়া নয়, ছুটি পেয়েছেন শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও। কিন্তু স্কুল ছুটির পর সীমিত সময়পর্বে অতিরিক্ত ক্লাস নেওয়া আদৌও কতটা সম্ভব, তা নিয়েও প্রশ্ন তুলেছে বিভিন্ন শিক্ষক সংগঠন।
রাজ্যজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি হতেই সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনে রাজ্য স্কুলশিক্ষা দফতর। প্রথমে বলা হয়, ২৪ মে থেকে শুরু হবে গরমের ছুটি। কিন্তু পরবর্তীতে ২২ দিন এগিয়ে এনে একেবারে মে মাসের শুরু থেকেই সরকারি স্কুলগুলিতে ছুটির নির্দেশিকা বলবৎ করে রাজ্য সরকার। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের স্কুলগুলিতে এখনই গরমের ছুটি পড়বে না। সেখানে বর্তমান অ্যাকাডেমিক সূচি মেনেই স্কুল চলবে বলে জানিয়েছে স্কুলশিক্ষা দফতর।
আরও পড়ুন- Gopalchandra Mura: লন্ঠনের আলোয় পড়ে মাধ্যমিক, আমলাশোলে বেড়ে ওঠা গোপাল এখন যাদবপুরের স্কলার