ছটপুজো উপলক্ষ্যে সতর্ক প্রশাসন। গত বছরের মতো এবছরও রবীন্দ্র সরোবরে ছটপুজোয় নিষেধাজ্ঞা জারি।
জানা গিয়েছে, বাঁশ ও টিনের ব্যারিকেড দিয়ে ঘেরা হচ্ছে রবীন্দ্র সরোবরে প্রবেশের ১৬টি গেট। পাশাপাশি, বিভিন্ন গেটে ঝোলানো হয়েছে বিকল্প জলাশয়ের তালিকা। যেকোনও পুজো বা অনুষ্ঠানে সরোবর ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি গ্রিন ট্রাইবুনালের। সিদ্ধান্তে খুশি পরিবেশকর্মীরা।
গতবছরও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় রবীন্দ্র সরোবর চত্বর। সমস্ত প্রবেশপথ আটকানোর পাশাপাশি মোতায়েন করা হয় প্রচুর পুলিশকর্মী। পরিবেশকর্মীদের দাবি ছিল, ঢাকুরিয়া লেকে ছটপুজো হলে জলজ বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। তারপরেই হাইকোর্টে মামলা দায়ের হয়। কোর্টের নির্দেশেই ছট পুজো বন্ধ হয়েছিল রবীন্দ্র এবং সুভাষ সরোবরে।